আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইমারাতে ইসলামিয়ার অগ্রগতি অব্যাহত

0
18

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতার মধ্যেও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান বিভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইমারাতে ইসলামিয়ার শুভাকাঙ্খী হাজী বশির নূরজাই। কান্দাহার প্রদেশের মাইওয়ান্দ জেলায় এক মিলিয়ন ডলার ব্যয়ে ঈদগাহ মসজিদের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাজী বশির নূরজাই বলেন, নিষেধাজ্ঞা আরোপ ও বাণিজ্যিক পথ বন্ধ হয়ে যাওয়ার পর ইমারাতে ইসলামিয়া পাকিস্তাননির্ভর পথ পরিহার করে বিকল্প রুট অনুসন্ধানের ঘোষণা দেয়। এ উদ্যোগে ব্যবসায়ী সমাজসহ সাধারণ জনগণ পূর্ণ সমর্থন জানায়। তিনি বলেন, সরকার নতুন বাণিজ্যিক পথ ও বন্দর ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং অচিরেই এর বাস্তবায়ন শুরু হবে।

হাজী বশির নূরজাই আরও জানান, নিজ এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যার সমাধানে তিনি ইমারাতে ইসলামিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করে যাবেন। এদিকে মাইওয়ান্দ জেলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা সরকারের প্রতি শহরের বাইরের এলাকাগুলোর প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, হাজী বশির নূরজাই একজন খ্যাতনামা ব্যবসায়ী এবং ইমারাতে ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মোল্লা মুহাম্মদ ওমর আখুন্দের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়ে তিনি দেশে প্রত্যাবর্তন করেন। তাঁর এই উদ্যোগ ও বক্তব্য ইমারাতে ইসলামিয়ার সঙ্গে বেসরকারি পর্যায়ের সহযোগিতা এবং স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে নতুন প্রত্যাশা জাগিয়েছে।


তথ্যসূত্র:
1. Haji Bashir: Despite Sanctions, the IEA Is Working to Address Problems
– https://tinyurl.com/yjh4rnct

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার মৃত্যু; তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার ছুটি ঘোষণা
পরবর্তী নিবন্ধহেরাত অভিমুখে টাপি প্রকল্পের ৮৭ কিলোমিটার কাজ সম্পন্ন