
ফিলিস্তিনি ইসলামি আন্দোলন হামাসের সামরিক মুখপাত্র হুজাইফা আল-কাহলুত (আবু উবাইদা) এবং আন্দোলনের আরও কয়েকজন শীর্ষ কমান্ডারের শাহাদাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই শাহাদাতকে ইসলামের পথে এক মহিমান্বিত আত্মত্যাগ হিসেবে অভিহিত করা হয়।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে বলেন, এসব শহীদ ইসলামের জন্য জীবন উৎসর্গ করে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন এবং প্রকৃত অর্থেই বিজয়ী হয়েছেন। তিনি শহীদদের শাহাদাতে ফিলিস্তিনি ইসলামি আন্দোলন হামাস, শহীদদের পরিবারবর্গ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে আরও বলা হয়, হামাস কর্তৃপক্ষ সামরিক মুখপাত্র আবু উবাইদা, ইয়াহইয়া সানওয়ারের ভাই ও আন্দোলনের সাবেক নেতা মোহাম্মদ সানওয়ারসহ একাধিক কমান্ডারের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে এই শাহাদাতকে ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়।
ইসলামের পথে আত্মত্যাগ কখনো বৃথা যায় না; বরং তা উম্মাহর জন্য প্রেরণা ও দৃঢ়তার উৎস হয়ে থাকে। শহীদদের এই ত্যাগ মুসলিম উম্মাহকে আরও ঐক্যবদ্ধ ও সচেতন করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Islamic Emirate Condoles Martyrdrom of Hamas Spokesman and Commanders
– https://tinyurl.com/5n933484


