বিএম-২১ রকেট লঞ্চার চালনায় প্রশিক্ষণ সম্পন্ন করল ইমারাতে ইসলামিয়ার আরও ২৫ জন সেনাসদস্য

0
0

ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত আর্টিলারি বিভাগে আরও ২৫ জন সেনা বিএম-২১ রকেট লঞ্চার চালনায় সফলভাবে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণে সেনাগণ এক মাসব্যাপী তাত্ত্বিক, কৌশলগত ও প্রায়োগিক দক্ষতা অর্জন করেছেন।

মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৩০ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। এই উপলক্ষ্যে আয়োজিত সেনা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈতিক দিকনির্দেশনা বিভাগের প্রধান মৌলভী আবু মকবুল আকিফ হাফিযাহুল্লাহ, আর্টিলারি বিভাগের প্রধান মৌলভী রহমতুল্লাহ নাজিম হাফিযাহুল্লাহ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কর্মকর্তাগণ তাদের বক্তব্যে বলেন, যদি কোন দেশে শক্তিশালী আর্টিলারি বাহিনী প্রস্তুত থাকে, তবে সে দেশের ওপর বহিঃশক্তি আক্রমণে সাহস পায় না। কাজেই এই ধরনের প্রশিক্ষণ দেশের সীমান্ত রক্ষার জন্য অত্যন্ত কার্যকরী উদ্যোগ।

আপন দায়িত্বের প্রতি মনোযোগী হতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দায়িত্বশীল হতে তাঁরা সেনাদের নসিহত করেন। এছাড়া নৈতিক শক্তি অর্জন, আমিরের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল হতে তাঁরা পরামর্শ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ লাভকারী সেনাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/8mcdrw82

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || জাজিরাতুল আরবের বীর মুজাহিদিনরা