ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে শরিয়াহ আইন অনুযায়ী ব্যভিচারের শাস্তি কার্যকর

0
135

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সুপ্রিম কোর্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের দুইটি প্রদেশে শরয়ী বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের তথ্য প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পৃথক দুটি মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে নির্ধারিত দণ্ড কার্যকর করা হয়েছে।

সুপ্রিম কোর্টের প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, কাবুল প্রদেশে এক নারীকে অবৈধ সম্পর্কের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। অপরদিকে, বালখ প্রদেশে আরেক ব্যক্তি ব্যভিচারের অপরাধে দোষী প্রমাণিত হয়। আদালতের চূড়ান্ত রায় অনুযায়ী, উভয় দোষীকে শরয়ী বিধান অনুসারে নির্ধারিত শাস্তি প্রদান করা হয়। রায় মোতাবেক প্রত্যেককে ঊনচল্লিশটি বেত্রাঘাতের দণ্ড প্রদান করা হয় এবং তা কার্যকর করা হয়।

সুপ্রিম কোর্টের বিবৃতিতে আরও জানানো হয়, নির্ধারিত দণ্ড যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর করা হয়েছে। শরয়ী আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে সমাজে নৈতিক শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে।


মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুলে কমেছে পেট্রোল, ডিজেল, স্বর্ণ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের বিশেষ অভিযানে মার্কিন প্রশিক্ষিত স্পেশাল ফোর্সের শীর্ষ ২ কমান্ডার এবং ৬ এজেন্ট নিহত: আহত আরও ৭ এজেন্ট