
পশ্চিম আফ্রিকা ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নাইজারের টিলাবেরি রাজ্যে শত্রু বাহিনীর ৪টি অবস্থানে একযোগে আক্রমণ চালিয়েছেন বলে জানা গেছে।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, জেএনআইএম মুজাহিদিনরা গত ৫ জানুয়ারি সোমবার রাত ২টায়, নাইজারের টিলাবেরি রাজ্যে একটি সমন্বিত আক্রমণ শুরু করেছেন। রাজ্যের টোরোডি শহরে জান্তা বাহিনীর ২টি সামরিক ঘাঁটি, ১টি ব্যারাক এবং শহরটির প্রশাসনিক প্রধানের (প্রিফেক্ট) বাসভবন লক্ষ্য করে সমন্বিত এই অভিযানটি চালানো হয়। জেএনআইএম মুজাহিদিনরা শত্রু বাহিনীর উক্ত অবস্থানগুলো লক্ষ্য করে এদিন ভোর সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। মুজাহিদদের বীরত্বপূর্ণ এই অভিযানের সময় টোরোডি শহরের প্রশাসনিক প্রধানের বাসভবনে হামলার ঘটনায় প্রিফেক্ট সহ তার ৭ দেহরক্ষী নিহত হয়।
আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে জেএনআইএম নিশ্চিত করেছে যে, মুজাহিদিনরা টোরোডি শহরের আশেপাশে দুটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন। এসময় মুজাহিদিনরা নাইজার সেনাবাহিনীর অন্য একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ভারী মর্টার বোমা হামলা চালিয়েছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/az252587


