
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে নির্যাতন করে হত্যার পর লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ৫ জানুয়ারি (সোমবার) রাত সোয়া ৯টার দিকে সদর থানাধীন জহুরপুরটেক বিওপি এলাকায় পতাকা বৈঠক শেষে লাশটি ফেরত দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
নিহত রবিউল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।
বিজিবি কর্মকর্তা কাজী মুস্তাফিজুর রহমান বলেন, রাতে জহুরপুরটেক সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর রবিউল ইসলামের লাশ ফেরত দেওয়া হয়।
তিনি বলেন, নিহত রবিউল জহুরপুরটেক সীমান্তে গেলে মুর্শিদাবাদ জেলার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা রবিউলকে আটক করে। এরপর হঠাৎ খিচুনির কারণে অসুস্থ হয়ে মারা যান বলে মিথ্যা দাবি করেছে বিএসএফ।
গত রোববার ভোরে জহুরপুরটেক সীমান্তে গরু আনতে যান রবিউল ইসলামসহ তিন যুবক। এ সময় রবিউলের সঙ্গে থাকা মানারুল (৪০) ও রমজান আলী (৩৫) নামের দুজন পালিয়ে গেলেও তাকে আটক করে বি এসএফ। পরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়।
তথ্যসূত্র:
https://tinyurl.com/2hhjya55


