
ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের শাসনামলে উগ্র সন্ত্রাসীদের নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না বাংলা ভাষাভাষী সাধারণ হিন্দুরাও। সম্প্রতি মহারাষ্ট্রে বাংলাভাষী ৩ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে লাঞ্ছনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শ্রমিকরা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার স্থানীয় বাসিন্দা। এই তিন শ্রমিকের নাম দিলীপ বাগদি, সমীর বারুই এবং পাণ্ডবেশ্বর অঞ্চলের অপর এক সহকর্মী।
গত ৫ জানুয়ারি দি অবজারভার পোস্টের এক প্রতিবেদনে এই সংবাদটি প্রকাশ করা হয়।
ভুক্তভোগীরা জানায়, মহারাষ্ট্র থেকে সম্প্রতি তারা নিজ বাড়ি পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে ভ্রমণ করছিল তখন এই ঘটনাটি ঘটে। তাদের অভিযোগ, ভ্রমণের টিকিট কেনার সময় তারা হিন্দিতে কথা বলেছিল, কিন্তু পরবর্তীতে যানবাহনে নিজেদের মধ্যে বাংলা কথা বলতে শোনায় স্থানীয় কিছু উগ্র লোক তাদের সাথে ঝামেলা শুরু করে। তারা পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিক বারবার দাবি করা সত্ত্বেও উগ্র স্থানীয়রা তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। একসময় তাদেরকে যানবাহন থেকে জোর করে নামিয়ে অন্য এক স্থানে নিয়ে আনা হয়, সেখানে তাদের আধার কার্ড পরীক্ষা করা হয়।
শ্রমিকদের অভিযোগ, আধার কার্ড দেখানোর পরেও তাদেরকে ভারতীয় বলে মেনে নিতে অস্বীকার করে উগ্র স্থানীয় লোকেরা। এই সময় তাদেরকে তীব্র সহিংসতার মুখোমুখি হতে হয়েছে। তাদের মাথায় গরম চা ঢেলে দেওয়া হয়, পেটে ও মাথায় লাথি মারা হয়। নির্যাতন বন্ধ করা হবে এই আশায় এক ভুক্তভোগী অসুস্থ হওয়ার ভান করে। কিন্তু তারপরেও উগ্র জনতার নির্যাতন অব্যাহত রাখে।
পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতিবিদরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ভারতীয় বাঙ্গালী নিপীড়নের জন্য তারা উগ্র হিন্দুত্ববাদী বিজেপি প্রশাসনকে দায়ী করেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5t2r6ukh


