
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে উপজেলার ভুনবীর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সুজন দাস (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
এ সময় তল্লাশি করে মাদক ব্যবসায়ী সুজন দাসের কাছ থেকে ৫০ বোতল মদ (৫০ লিটার) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২৫ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, মাদকসহ আটক সুজন দাসকে (৫ জানুয়ারি) সোমবার শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র:
https://tinyurl.com/46fk9hy5


