
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গাজার প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘কথিত’ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশের আগ্রহের কথা নীতিগতভাবে ব্যক্ত করেছে বলে জানানো হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, গতকাল শনিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিকবিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেয়া হয়। জবাবে আন্ডার সেক্রেটারি হুকার বলে, এই গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মিলে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় দুর্বৃত্ত ইসরাইলের বর্বরতম আগ্রাসনের ইতি টানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা পরিকল্পনায় সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পাস করে। ওই পরিকল্পনার ধারাগুলোর মধ্যে একটি ছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তির নিরাপত্তা এবং তত্ত্বাবধানের জন্য কথিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন। মূলত এই বাহিনী গাজার প্রতিরোধ যোদ্ধাদেরকে নিরস্ত্র করতে কাজ করবে, যাতে তারা অবৈধ দখলদার ইসরাইলের বিরুদ্ধে নিজেদের ভুমি ও স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যেতে না পারে।
বৈঠকে মার্কিন আন্ডার-সেক্রেটারি হুকার জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দৃঢ় সমর্থন অব্যাহত রেখেছে এবং ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে।
বৈঠকে উপদেষ্টা খলিলুর রহমান হুকারকে সাম্প্রতিক ভিসা বন্ড ব্যবস্থায় বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করার অনুরোধ জানায়। বিশেষ করে স্বল্পমেয়াদি বি-১ ক্যাটাগরির ভিসা, ভিসা বন্ড থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানায়।
এসময় হুকার আশ্বাস দেয় যে, মার্কিন সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
তথ্যসূত্র
– https://tinyurl.com/tndu53cs


