কাবুলে ৬ টি জামে মসজিদ নির্মাণ কার্যক্রম শুরু করল ইমারাতে ইসলামিয়া

0
40

কাবুল শহরের তাইমেনি প্রকল্প এলাকায় হযরত ইউসুফ আলাইহিস সালাম জামে মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছে। কাবুল পৌরসভার তত্ত্বাবধানে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জামে মসজিদটি ৮০০ বর্গমিটার জায়গার ওপর একটি বেজমেন্টসহ দুই তলা ভবন হিসেবে নির্মান করা হবে। মসজিদটির কাজ আগামী আট মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মসজিদটি একসঙ্গে এক হাজার সাতশোরও বেশি মুসল্লির নামাজ আদায়ের উপযোগী করে নির্মান করা হচ্ছে। এতে অজুখানা, শৌচাগার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে মসজিদটির ভবন ছোট ও অপর্যাপ্ত হওয়ায় স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ে নানা অসুবিধার সম্মুখীন হতে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাটির পূর্ণাঙ্গ জরিপ সম্পন্ন করে মানসম্মত নকশা প্রণয়ন করে এবং পরবর্তীতে মসজিদটির মৌলিক নির্মাণকাজ শুরুর সিদ্ধান্ত গ্রহণ করে।

উল্লেখ্য যে, ইমারাতে ইসলামিয়ার উদ্যেগে কাবুল পৌরসভা নগরীর বিভিন্ন এলাকায় আরও পাঁচটি জামে মসজিদ নির্মান করা হবে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে দুটি জামে মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছে এবং অবশিষ্ট তিনটির নির্মাণকাজ শীত মৌসুম শেষ হওয়ার পর শুরু করার পরিকল্পনা রয়েছে।


তথ্যসূত্র:
1. د څلورمې ناحیې اړوند سیمو کې د حضرت یوسف(ع) د جامع جومات د جوړولو چارې روانې دي!

– https://tinyurl.com/ydnxs4sh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাটে গভীর রাতে আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠক অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধগরু চোর সন্দেহে ঝাড়খণ্ডে একজনকে পিটিয়ে হত্যা, মুসলমান পরিচয়ের কারণেই হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের