নির্যাতনের শিকার নয় জন নারীকে উদ্ধার করল ইমারাতে ইসলামিয়া

0
18

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে খোস্ত প্রদেশ, ফারইয়াব প্রদেশ, তাখার প্রদেশ ও গজনী প্রদেশে ভ্রান্ত সামাজিক প্রথা ও কুসংস্কারের কারণে নির্যাতনের শিকার নয় নারীকে তাদের প্রাপ্য শরিয়াহ অধিকার প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যস্থতাকারীরা জানান, উল্লিখিত চার প্রদেশে এসব নারী দীর্ঘদিন ধরে নিজ নিজ পরিবারের ভেতরে নানা ধরনের নিপীড়ন ও অবমাননার শিকার হচ্ছিলেন। সমাজে প্রচলিত ক্ষতিকর প্রথা এবং কুসংস্কারের কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন।

মন্ত্রণালয়ের মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের মাধ্যমে বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করা হয় এবং শরিয়াহর আলোকে ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করা হয়। এর ফলে নয় নারীকে পারিবারিক নির্যাতন ও অবিচার থেকে মুক্ত করে তাদের বৈধ ও প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

মধ্যস্থতাকারীরা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানিয়েছেন, নারীদের শরিয়াহ অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও যাতে কোনো নারী তার শরিয়াহ অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে এ ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


তথ্যসূত্র:
1. Nine Women Rescued from Atrocities Across 4 Provinces
– https://tinyurl.com/2x4eudwn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-চীনের ওপর নজর রাখতে পশ্চিমবঙ্গে ভারতের নৌঘাঁটি
পরবর্তী নিবন্ধঘুমন্ত প্রশাসনের সুযোগে অদৃশ্য শক্তির লালমাই পাহাড় লুট, আতঙ্কে স্থানীয়রা