
দেশের পরিবহন অবকাঠামোকে সুসংগঠিত ও আধুনিকায়নের লক্ষ্যে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় চলতি সৌর বছরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে। এসব প্রকল্পের মাধ্যমে পরিবহন সেবার মানোন্নয়ন, যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থার সহজীকরণ এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরে মোট ৪৬টি বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় তিন বিলিয়ন আফগানিরও বেশি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পগুলোর আওতায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের জন্য মানসম্মত টার্মিনাল নির্মাণ, যানবাহন পার্কিং ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং প্রশাসনিক ভবন নির্মাণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
কর্মকর্তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের পরিবহন ব্যবস্থা আরও সুগঠিত হবে, যানজট ও পরিবহনসংক্রান্ত বিভিন্ন সমস্যা হ্রাস পাবে এবং একই সঙ্গে হাজারো মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রতিটি প্রকল্প স্বচ্ছতা বজায় রেখে এবং নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Ministry of Transport and Civil Aviation Launches 46 Projects Worth 3 Billion AFN
– https://tinyurl.com/3nnpvy5a


