২৯৪ মিলিয়ন আফগানি ব্যয়ে ২০টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন করল ইমারাতে ইসলামিয়া

0
24

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় চলতি সৌর বছরে দেশের পরিবহন ও বিমান অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এ সময়ে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২৯৪ মিলিয়ন ৮২৮ হাজার আফগানি ব্যয়ে মোট ২০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

প্রকল্পগুলোর আওতায় প্রশাসনিক ভবন নির্মাণ, বিমানবন্দরের রানওয়ে, কার্গো ও যাত্রী টার্মিনাল, বিমানবন্দরের র‌্যাম্প এলাকা এবং সড়ক পরিবহন ও বেসামরিক বিমান চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্প কাবুল, কান্দাহার, বামিয়ান, মাইদান ওয়ার্দাক, সামাঙ্গান, কুন্দুজ, খোস্ত এবং নানগারহার প্রদেশে বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিবহন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং বিমান চলাচল সংক্রান্ত সেবার মান উন্নত হয়েছে।

পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের এসব উদ্যোগ দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও সুসংহত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.وزارت ترانسپورت و هوانوردی در جریان سال ۱۴۰۴ خورشیدی، به ارزش ۲۹۴ میلیون و ۸۲۸ هزار افغانی، ۲۰ پروژه زیربنایی را تکمیل و به بهره‌برداری سپرده است.

– https://tinyurl.com/32nakb6s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীতে নতুন সদস্য নিয়োগ শুরু ইমারাতে ইসলামিয়ার
পরবর্তী নিবন্ধত্রিপুরায় পুলিশের উপস্থিতিতেই মুসলমানদের বাড়িঘর, দোকানপাট ও মসজিদে অগ্নিসংযোগ