দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে কাবুলে আফগান–চীন যৌথ বাজারের উদ্বোধন

0
8

আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোগে কাবুলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আফগান–চীন যৌথ বাজার। আফগান ও চীনা ব্যবসায়ীদের সম্মিলিত বিনিয়োগে প্রতিষ্ঠিত এই বাজারটি দেশের বাণিজ্যিক পরিসর সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

১২ জানুয়ারি, সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানায়, নতুনভাবে চালু হওয়া এই আফগান–চীন বাজারে প্রায় ২৮,০০০ ধরনের চীনা পণ্য পাওয়া যাচ্ছে। বাজারটি ইতোমধ্যে কাবুলবাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে।

প্রকল্প তত্ত্বাবধায়ক কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে সরবরাহকৃত পণ্যসমূহ মানসম্মত হওয়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক মূল্যে বিক্রি করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন ভোক্তাদের পণ্যের পছন্দের পরিসর বাড়বে, অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরাও প্রত্যক্ষভাবে উপকৃত হবেন।

তারা আরও বলেন, এ ধরনের যৌথ উদ্যোগ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে, আফগানিস্তান ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে এবং ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথ প্রশস্ত করবে।

আফগান–চীন বাজারের উদ্বোধন আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বৃহত্তর প্রয়াসের একটি অংশ। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।


তথ্যসূত্র:
1.Afghanistan–China joint market opens in Kabul
– https://tinyurl.com/2kav4wfx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপথচারী নারী আশ্রয় নিলেন হাসপাতালে, সেখানেই হলেন ধর্ষণ
পরবর্তী নিবন্ধ৭৮০ মিলিয়ন আফগানি ব্যয়ে তাখার প্রদেশে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজ শুরু