৭৮০ মিলিয়ন আফগানি ব্যয়ে তাখার প্রদেশে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজ শুরু

0
5

তাখার প্রদেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের প্রথম ধাপের নির্মাণকাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ৭৮০ মিলিয়ন আফগানি ব্যয় নির্ধারণ করা হয়েছে।

তাখার প্রাদেশিক গণপূর্ত বিভাগ জানিয়েছে, চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দাশত-ই-আর্চি–খাজা ঘার সড়ক, খাজা বাহাউদ্দিন–ইয়াঙ্গি কালা সড়ক এবং খাজা ঘার–দাশত-ই-ক্বালা সড়ক। তাখার প্রাদেশিক গণপূর্ত বিভাগের প্রধান আমির মোহাম্মদ হুদাইফা জানান, দাশত-ই-আর্চি–খাজা ঘার সড়ক নির্মাণে ৪৭০ মিলিয়ন আফগানি বরাদ্দ করা হয়েছে এবং সেখানে কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, খাজা ঘার–দাশত-ই-ক্বালা সড়কের দৈর্ঘ্য ৭০ কিলোমিটার এবং চলতি বছরে এ সড়কের নির্মাণকাজের জন্য ১৩১ মিলিয়ন আফগানি বরাদ্দ দেওয়া হয়েছে।

সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করলেও কাজের গতি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দাশত-ই-ক্বালা এলাকার বাসিন্দা আবদুল বাসির বলেন, গ্রীষ্মকালে ধুলাবালি আর শীতকালে কাদার কারণে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। কাজ পুনরায় শুরু হওয়ায় মানুষের মনে আবার আশা জেগেছে।

গণপূর্ত বিভাগ জানিয়েছে, প্রথম ধাপের কাজ শেষ হলে এসব সড়ক প্রকল্পের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ শুরু করা হবে। স্থানীয়দের প্রত্যাশা, ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ উন্নয়ন কার্যক্রমে আরও গতি এনে তাখার প্রদেশের যোগাযোগ ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।


তথ্যসূত্র:
1.Takhar Begins Construction on Three Key Roads Worth 780 Million Afghanis
– https://tinyurl.com/2wvhdejn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে কাবুলে আফগান–চীন যৌথ বাজারের উদ্বোধন
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জের আড়াইহাজারে তুলার কারখানায় আগুনে পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি