কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

0
1

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার আতারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চরচিলমারী বিওপির টহল দল অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তসংলগ্ন আতারপাড়া মাঠে মাটির নিচে পুঁতে রাখা বস্তায় কালো কসটেপ দিয়ে মোড়ানো দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি ১২ জানুয়ারি রাত ১১টার দিকে দৌলতপুর থানায় জমা দিয়েছেন বলে দৌলতপুর থানার ইনচার্জ আরিফুর রহমান জানান।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/bdf8kxaw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের‌ রিজার্ভ চুরি: প্রতিবেদন জমার তারিখ পেছাল ৯২ বার
পরবর্তী নিবন্ধবিশ্বে গণহত্যার ঝুঁকিসম্পন্ন দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৪র্থ: হলোকাস্ট মিউজিয়ামের প্রতিবেদন