
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান দেশের দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গত এক বছরে বিধবা, এতিম ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কান্দাহারের এক মাদ্রাসায় বক্তব্যে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, গত এক বছরে ইমারাতে ইসলামিয়া বিধবা, এতিম ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় প্রায় ১২.৫ বিলিয়ন আফগানি ব্যয় করেছে। তিনি বলেন, এই সময়কালে নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হয়েছে প্রায় ছয় লক্ষ বিধবা, এতিম ও প্রতিবন্ধী ব্যক্তিকে।
তিনি আরও জানান, এই সহায়তা কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূরীকরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রায় ১০ হাজার ৫০০ ভিক্ষুককে রাস্তা থেকে সরিয়ে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে এবং তাদের মাসিক সহায়তা প্রদান করা হচ্ছে।
ইমারাতে ইসলামিয়ার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দেশে একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি দেশীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে, মহাসড়ক নির্মাণ কার্যক্রম জোরদার করা হয়েছে এবং শিল্প পার্কগুলোর প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র:
1.Islamic Emirate Pays Support to 600,000 Orphans, Widows, Disabled
– https://tinyurl.com/425349md


