বালখ প্রদেশে ৮৫৬ বাণিজ্যিক ও শিল্প লাইসেন্স ইস্যু করেছে ইমারাতে ইসলামিয়া

0
3

বালখ প্রদেশে শিল্প ও বাণিজ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিপুল সংখ্যক ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাকে বাণিজ্যিক ও শিল্প লাইসেন্স প্রদান করা হয়েছে।

বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগের কর্মকর্তারা জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৮৪টি নতুন বাণিজ্যিক ও শিল্প লাইসেন্স ইস্যু করা হয়েছে। একই সময়ে ৫৭২টি কোম্পানি ও কারখানার লাইসেন্স নবায়ন করা হয়েছে। এভাবে মোট ৮৫৬টি লাইসেন্স প্রদান করা হয়।

কারখানা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ গাফুরি জানান, প্রয়োজনীয় সক্ষমতা ও অবকাঠামো বিদ্যমান রয়েছে। সরকার বিদ্যুৎ ও জমি সরবরাহ করলে দেশের ভেতরেই বৃহৎ উৎপাদন কারখানা স্থাপন সম্ভব।

একই সঙ্গে কারখানাগুলোর শ্রমিকরাও তাদের কর্মসংস্থানে সন্তোষ প্রকাশ করেছেন। কারখানা শ্রমিক হযরতুল্লাহ বলেন, এখন আর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, দেশের ভেতরেই তরুণদের জন্য বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি শিল্পোদ্যোক্তাদের আরও সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগ জানায়, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সমস্যাগুলো সমাধানে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিল্প জমি বরাদ্দ সংক্রান্ত সব কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য নথি পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে বিনিয়োগকারীদের জমি সংক্রান্ত সমস্যা সমাধান হবে।

বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ইমারাতে ইসলামিয়ার পুনরায় ক্ষমতা গ্রহণের পর থেকে প্রদেশটিতে ছোট ও বড় মিলিয়ে তিন শতাধিক কারখানা কার্যক্রম শুরু করেছে। এসব কারখানার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা প্রদেশটির অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


তথ্যসূত্র:
1.Balkh Issues 856 Trade and Industry Licenses in One Year
– https://tinyurl.com/5n6kwt33

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগত এক বছরে ৬০০,০০০ বিধবা, এতিম ও প্রতিবন্ধীদের নিয়মিত সহায়তা প্রদান করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধনরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭