
ভারতের মহারাষ্ট্র রাজ্যে সরকারি হজ কমিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে একজন হিন্দু কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন, যা মুসলিম জনগোষ্ঠীর মাঝে তীব্র সমালোচনা ও উদ্বেগ তৈরি করেছে। ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) কর্মকর্তা মনোজ যাধবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে ভারতের আলেমগণ হতাশা প্রকাশ করেছেন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এর জবাব দাবি করেছেন। মুসলমান জনগণ এবং এক্টিভিস্টগণও এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জোর দিয়ে বলেন, হজ ইসলামের অন্যতম স্তম্ভ। হজ কমিটির কার্যক্রম তদারকির জন্য একজন অমুসলিম কর্মকর্তা নিয়োগ দেওয়া অগ্রহণযোগ্য।
বোম্বে হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ ইব্রাহানি এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, হজ কমিটির কার্যক্রম তদারকির জন্য অমুসলিমকে নিয়োগ দেওয়া সত্যিই লজ্জাজনক ও আপত্তিকর। একজন মুসলিম যিনি হজের ঐতিহ্য ও এর বিধান সম্পর্কে ভালভাবে অবগত, তিনিই এই দায়িত্ব পাওয়ার অধিকার রাখেন।
তিনি কেন্দ্রীয় ও রাজ্য হজ কমিটি আইনের কথা উল্লেখ করে এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। উক্ত আইন অনুযায়ী, কেন্দ্রীয় ও রাজ্য উভয় পর্যায়ে হজ কমিটির কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত সদস্যদের অবশ্যই মুসলিম হতে হবে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/m8j9rdfr


