
জেএনআইএম মুজাহিদরা পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে অর্থনৈতিক ও জ্বালানি অবরোধের পাশাপাশি শহরের উপকণ্ঠের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা এবং সেগুলো নিয়ন্ত্রণ নিতে শুরু করেছেন।
এর মাঝে গত ১৮ জানুয়ারী মালির কায়েস অঞ্চলে জান্তা বাহিনীর কনভয় লক্ষ্য করে জেএনআইএম মুজাহিদদের পরিচালিত একটি অতর্কিত হামলায় পাঁচ সেনা নিহত হয়। এসময় বেশ কিছু মেশিনগান, প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম গণিমত হিসেবে জব্দ করেন জেএনআইএম মুজাহিদরা। কায়েস রাজ্যের ফোসো এবং বেমা’র মধ্যবর্তী সড়কে পরিচালিত উক্ত হামলায় মালির জান্তা বাহিনীর দুইটি সাঁজোয়া যানও ধ্বংস হয়।
উক্ত অভিযানের কিছু স্থির চিত্র…
একইদিন সকালে মালির নোসোম্বোগো এবং কৌলিকোরো অঞ্চলে অতর্কিত আক্রমন চালিয়ে মালির জান্তা বাহিনী একটি সামরিক চেকপয়েন্ট সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেন জেএনআইএম মুজাহিদরা।
এছাড়া এদিন সিকাসো রাজ্যের সিকাসো এবং লুলোনির মধ্যবর্তী সড়কে জান্তা বাহিনীর অপর এক সাঁজোয়া যানকে বিস্ফোরক ডিভাইস দ্বারা লক্ষ্যবস্তু বানান জেএনআইএম মুজাহিদরা।
তার আগে গত ১২ জানুয়ারী কায়েস অঞ্চলের নিওরো শহরের দক্ষিণে মালির জান্তা বাহিনীর একটি সাঁজোয়া যানকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তথা আইইডি দিয়ে লক্ষ্যবস্তু করেন জেএনআইএম মুজাহিদরা। এতে শত্রু বাহিনী ব্যাপক হতাহতের শিকার হয়।
একইদিন সকালে সেগৌ রাজ্যের বারৌল এলাকায় অতর্কিত আক্রমন চালিয়ে মালির জান্তা বাহিনীর অপর একটি সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নেন জেএনআইএম মুজাহিদরা।
তথ্যসূত্র
– https://tinyurl.com/2vvmxw7v
– https://tinyurl.com/2yenj58b
– https://tinyurl.com/ycyjtb3z
– https://tinyurl.com/3a9yf4xt
– https://tinyurl.com/2h55t4mr
– https://tinyurl.com/29k3z55v


