স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আফগানিস্তান বাণিজ্য আলোচনা

0
34

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ বাংলাদেশে সফরকালে এদেশের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও বাস্তবভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান জানান, আফগানিস্তানে উচ্চমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী রপ্তানিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক মানের এবং মাননিয়ন্ত্রণ ব্যবস্থাও সুসংহত, যা আফগানিস্তানের স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এ উদ্যোগকে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য স্বাগত জানিয়েছে। একই সঙ্গে উভয় পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাস্তব ও কার্যকর অর্থনৈতিক সহযোগিতায় উন্নীত করার বিষয়ে একমত পোষণ করে।

সাক্ষাৎ শেষে জানানো হয়, পারস্পরিক আস্থা জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিসর সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দুই পক্ষ। এই উদ্যোগ আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


তথ্যসূত্র:
1. Deputy Minister of Industry and Commerce of the Islamic Emirate, Ahmadullah Zahid, met with the head
– https://tinyurl.com/3cka5yk7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার গজনি প্রদেশে ২৬টি নতুন টেলিযোগাযোগ সাইট চালু
পরবর্তী নিবন্ধকাবুলে রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে আইএস খারেজি গোষ্ঠী