
লাঘমান প্রদেশে নিরাপত্তা জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ২০১ খালিদ বিন ওয়ালিদ বাহিনীর বিশেষ ইউনিটের পক্ষ থেকে একটি সফল অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১ খালিদ বিন ওয়ালিদ বাহিনীর অনুসন্ধান ও গোয়েন্দা শাখার সদস্যরা একাধিক সমন্বিত অভিযানের মাধ্যমে লাঘমান প্রদেশের আলিশেং জেলার মিল দরহ এলাকায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন। জব্দকৃত সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের ভারী ও হালকা অস্ত্রের গোলাবারুদভর্তি মোট ২২৬টি বাক্স এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এসব সামগ্রী অবৈধভাবে মজুত করা হয়েছিল এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল।
নিরাপত্তা সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের অভিযান লাঘমান প্রদেশে স্থিতিশীলতা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ অপসারণের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ঝুঁকি হ্রাস পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. د ٢٠١ خالد بن وليد رض قول اردو منسوبینو له لوري ګڼ شمیر وسلې او مهمات ونیول شول
– https://tinyurl.com/msmepnxj


