ইমারাতে ইসলামিয়ার বিশেষ ইউনিটের অভিযানে লাঘমান প্রদেশে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার

0
23

লাঘমান প্রদেশে নিরাপত্তা জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ২০১ খালিদ বিন ওয়ালিদ বাহিনীর বিশেষ ইউনিটের পক্ষ থেকে একটি সফল অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১ খালিদ বিন ওয়ালিদ বাহিনীর অনুসন্ধান ও গোয়েন্দা শাখার সদস্যরা একাধিক সমন্বিত অভিযানের মাধ্যমে লাঘমান প্রদেশের আলিশেং জেলার মিল দরহ এলাকায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন। জব্দকৃত সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের ভারী ও হালকা অস্ত্রের গোলাবারুদভর্তি মোট ২২৬টি বাক্স এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এসব সামগ্রী অবৈধভাবে মজুত করা হয়েছিল এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল।

নিরাপত্তা সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের অভিযান লাঘমান প্রদেশে স্থিতিশীলতা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ অপসারণের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ঝুঁকি হ্রাস পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. د ٢٠١ خالد بن وليد رض قول اردو منسوبینو له لوري ګڼ شمیر وسلې او مهمات ونیول شول
– https://tinyurl.com/msmepnxj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতক শিশু উদ্ধার
পরবর্তী নিবন্ধমুসলিম পরিচয়ে এনআইডি তৈরি করে মুসলিম মেয়েদের ভাগোয়া লাভ ট্রাপে ফেলতো হিন্দু যুবক