
কুষ্টিয়া জেলার রামকৃষ্ণপুর মৌজার অন্তর্গত যুগিয়া বালুমহালে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের বরাতে এই ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে একজন আহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, গত বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এর আগে দিবাগত ভোররাতে এ গুলির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুগিয়া বালু মহালটির টেন্ডার আহ্বান করা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ‘বসির এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বালু উত্তোলনের বরাদ্দ পায়। তবে স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ শুরু থেকেই বালু উত্তোলনের বিরোধিতা করে আসছিল। এ বিরোধের জের ধরেই সংঘবদ্ধ অস্ত্রধারী গ্রুপটি মঙ্গলার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বালু মহালে এসে আতঙ্ক সৃষ্টি করতে অন্তত ১০ থেকে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনায় একজন গুলিবিদ্ধ ও অপর একজনের হাতের অংশবিশেষ কেটে আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশও একজনের হাত কর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েও আহতদের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার এড়াতে আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছে।
অন্যদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একটি শটগানের অব্যবহৃত দুই রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রফতার করেতে পারেনি পুলিশ।
তথ্যসূত্র:
১। কুষ্টিয়ায় বালুমহালে এলোপাতাড়ি গুলি, এলাকায় আতঙ্ক
– https://tinyurl.com/rrzwxzym


