পাকতিয়ায় ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান; ক্রোমাইট খনি থেকে জীবিত উদ্ধার ১৭ শ্রমিক

0
34

পূর্ব আফগানিস্তানের এক দুর্গম পাহাড়ি অঞ্চলে পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে ক্রোমাইট খনিতে আটকে পড়া ১৭ জন শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীর ২০৩ মানসুরি কোর। পাকতিয়া প্রাদেশিক প্রেস অফিস এক বিবৃতিতে জানায়, সময়োচিত ও সমন্বিত উদ্যোগের ফলে প্রাণঘাতী পরিস্থিতি থেকে শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পাকতিয়া প্রদেশের জারমত জেলার মাকাওয়ি লোটা গ্রামের সুলাইমানজু এলাকায় অবস্থিত একটি ক্রোমাইট খনিতে কাজ করার সময় শ্রমিকরা বিপজ্জনক অবস্থার মুখে পড়েন। খনির ভেতরে হঠাৎ করে পরিস্থিতি মারাত্মক রূপ নিলে তারা সেখানে আটকে পড়েন। তীব্র শীত এবং জীবননাশের আশঙ্কা দেখা দেওয়ায় দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে পাকতিয়া প্রাদেশিক কর্তৃপক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে জরুরি সহায়তার আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীর ২০৩ মানসুরি কোর দ্রুত সাড়া দিয়ে একটি হেলিকপ্টার পাঠায়।

রাতের অন্ধকারে নিখুঁত কৌশল ও সতর্কতার সঙ্গে পরিচালিত এই আকাশপথের অভিযানে একে একে সকল শ্রমিককে খনি থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারকৃত শ্রমিকদের বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে।


তথ্যসূত্র:
1. Airforce Rescue Saves 17 Miners Trapped in Paktia
– https://tinyurl.com/2e3zvsjf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুই দশকের অপেক্ষার অবসান, চালু হতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়ার আবু নাসর ফারাহি সড়ক
পরবর্তী নিবন্ধকক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত