কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

0
3

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে শফিউল আলম লেদাপুতু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শফিউল আলম লেদাপুতু মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

এক প্রতিবেদনে দৈনিক যুগান্তর জানায়, শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় প্রতিপক্ষ আব্দুর রহিম তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে শফিউল আলম লেদাপুতুর ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভিযোগ আছে, নিহত শফিউল আলম লেদাপুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন নামের এক ডাকাতের সহযোগী। শাহীন গ্রেফতার হওয়ার পর থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আব্দুর রহিম বেপরোয়া হয়ে উঠে, বর্তমানে আব্দুর রহিম বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে শফিউল আলম লেদাপুতুর স্বজনরা দাবি করেছে, লেদাপুতু এলাকার সাহসী এক যুবক ছিল, স্থানীয় সন্ত্রাসীদের আতঙ্ক ছিল। তাকে নিজের লোক দিয়ে ডেকে নিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে বলেও দাবি করে তারা।


তথ্যসূত্র:
১। দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
– https://tinyurl.com/5n787r8t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকতিয়ায় ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান; ক্রোমাইট খনি থেকে জীবিত উদ্ধার ১৭ শ্রমিক
পরবর্তী নিবন্ধসুন্দরবনে ২০ জেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবি করল ডন বাহিনী