
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের চিলগাজাই জেলায় একটি নবনির্মিত স্বাস্থ্যসেবা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারিয়াব প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক ক্বারি মোহাম্মদ ইসমাইল জাবিহ হাফিযাহুল্লাহ, সংশ্লিষ্ট সংস্থার প্রাদেশিক কার্যালয়ের প্রধান ডা. মোহাম্মদ জামান আজমি হাফিযাহুল্লাহ এবং চিলগাজাই জেলার সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
উদ্বোধন অনুষ্ঠানে ফারিয়াব প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক এবং চিলগাজাই জেলার বেসামরিক কর্মকর্তারা নতুন এই স্থাপনাকে স্বাগত জানান। তারা বলেন, মানসম্মত অবকাঠামোর অভাবে যে স্বাস্থ্যগত সমস্যাগুলোতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ভুগছিলেন, এই নতুন ভবন চালু হওয়ায় তা অনেকটাই লাঘব হবে। পাশাপাশি সাধারণ মানুষ নিজ এলাকাতেই এখন তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্মিত ভবনটিতে মোট তিনটি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি মাতৃসেবা বিভাগের জন্য, একটি সাধারণ রোগী পরীক্ষার জন্য এবং অন্যটি দায়িত্বরত প্রহরীদের ব্যবহারের জন্য নির্ধারিত। এছাড়া ভবনের ভেতরে একটি চলাচল পথ এবং দুটি শৌচাগার নির্মাণ করা হয়েছে। পুরো ভবন সংস্কার ও নির্মাণে মোট ব্যয় হয়েছে ছয় লক্ষ চৌদ্দ হাজার আফগানি।
তথ্যসূত্র:
1. The AADA office built and inaugurated a health clinic in Chilgazai District, Faryab, at a cost of 614,000 Afghanis
– https://tinyurl.com/mryupv3j


