ইমারাতে ইসলামিয়ার আরও ৮৬ জন সেনাসদস্যের উচ্চতর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন

0
12

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ইউনিট ও আঞ্চলিক কোরের অন্তর্ভুক্ত মোট ৮৬ জন সদস্য সফলভাবে একটি পেশাদার সামরিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছেন।

চার মাসেরও বেশি সময়ব্যাপী এই ব্যবহারিক প্রশিক্ষণ পরিচালিত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক কমান্ড প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে অংশগ্রহণকারীদের BM-21 রকেট সিস্টেম ও বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে নিরাপত্তা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা ভারী অস্ত্র পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ ইসলামী মূল্যবোধ সংরক্ষণ, জাতীয় মর্যাদা রক্ষা, ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা এবং যুদ্ধে সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তবমুখী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা আধুনিক সামরিক দক্ষতা অর্জনের পাশাপাশি দায়িত্ব পালনে আরও সুসংহত ও প্রস্তুত হয়ে উঠেছেন।

অনুষ্ঠানে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা ইমারাতে ইসলামিয়ার ইসলামী ব্যবস্থা ও দেশের নিরাপত্তা রক্ষায় নিজেদের জীবন উৎসর্গের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সর্বোচ্চ আনুগত্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন, যা জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মতামত ব্যক্ত করেন।


তথ্যসূত্র:
1.86 Personnel Complete Professional Military Training on BM-21 Systems
– https://tinyurl.com/3yb97m65

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর প্রদেশে ধর্মীয় পরিচয়ের কারণে মারধরের শিকার মুসলিম তরুণ
পরবর্তী নিবন্ধতীব্র শীতের মধ্যে যানবাহন পুনরুদ্ধারে জনগণের পাশে গজনি প্রদেশের গভর্নর