জাওযান প্রদেশে দুই পরিবারের মধ্যকার জমির মালিকানা কেন্দ্রিক ৭৫ বছরের বিরোধ সমাধান

0
13

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওযান প্রদেশে দুই পরিবারের মধ্যকার দীর্ঘ ৭৫ বছরের দ্বন্দ্ব সমাধান করা হয়েছে। এই দ্বন্দ্ব মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন স্থানীয় কর্মকর্তা, আলেম এবং গোত্রীয় প্রবীণগণ। ইমারাতে ইসলামিয়ার সীমান্ত ও উপজাতি বিষয়ক বিভাগের পরিচালক মৌলভী গোলাম নবী সামিম হাফিযাহুল্লাহ বলেন, ওয়াকিল আব্দুল জব্বার খান ও হাজী আকা মোহাম্মদের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, যা এখন শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়েছে।

বিরোধ মীমাংসা উপলক্ষ্যে আয়োজিত এক আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন সীমান্ত ও উপজাতি বিষয়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ, আলেম-ওলামা এবং সম্প্রদায়ের প্রবীণগণ। এই সময় প্রত্যেক পক্ষের পূর্ণ সম্মতিতে জমির সীমানা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়। উক্ত দ্বন্দ্বের সমাধানে সন্তুষ্টি প্রকাশ করেছেন উভয় পরিবারের সদস্যবৃন্দ।

সীমান্ত ও উপজাতি বিষয়ক বিভাগ জানিয়েছে, উক্ত বিভাগের উদ্যোগে এই বছরে বিরোধ মীমাংসা সংক্রান্ত ৩৬তম ঘটনা এটি। এছাড়া বিগত বছর ১১০টি অনুরূপ মামলার সমাধান করেছে ইমারাতে ইসলামিয়ার উক্ত বিভাগ।


তথ্যসূত্র:
1. Jawzjan families reconcile, end 75-year feud
– https://tinyurl.com/dr34zn2m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমংডুতে রোহিঙ্গা ব্যবসায়ীদের থেকে জোরপূর্বক অর্থ আদায় করে নিচ্ছে আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধবর্তমানে আফগানিস্তানজুড়ে ধর্মীয় ও সাধারণ শিক্ষা গ্রহণ করছে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ শিক্ষার্থী, যারমাঝে অর্ধকোটিরও বেশি মেয়ে