
বর্তমানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানজুড়ে বিস্তৃত পরিসরে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থার আওতায় দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ও সাধারণ শিক্ষায় অংশগ্রহণ করছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।
ইমারাতে ইসলামিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আহমদ হামজা হাফিযাহুল্লাহ জানান, বর্তমানে সারা দেশে মোট ৭৫,৩৩,৮৮৬ জন ছেলে এবং ৫৩,৯১,৩০০ জন মেয়ে ধর্মীয় ও সাধারণ শিক্ষা গ্রহণ করছে। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৫০০টিরও বেশি বিদ্যালয় ও মাদ্রাসা ভবন পুনর্নির্মাণ করা হয়েছে।
পাশাপাশি শিক্ষা অবকাঠামোর সার্বিক উন্নয়নে নতুন করে ১ হাজার ৩০০টিরও বেশি বিদ্যালয় ও মাদ্রাসা ভবন নির্মাণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও শিক্ষা সেবা সম্প্রসারণের লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ দেশের সর্বস্তরের জনগণের জন্য শিক্ষার সুযোগ বিস্তারে ইমারাতে ইসলামিয়ার ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, সার্বজনিক ও ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তথ্যসূত্র:
1. more than 7,533,000 boys and over 5,391,000 girls across the country are engaged in learning religious and general education.
– https://tinyurl.com/2e68uubp
2. The spokesperson for the Ministry of Education says that currently, more than 12 million boys and girls
– https://tinyurl.com/yxt6uhr9


