
আফগানিস্তানের বাদগিস প্রদেশের জাওয়ান্দ জেলায় ভারী তুষারপাতের কবলে সড়ক অবরুদ্ধ হয়ে আটকে পড়েছিল বেশ কয়েকজন বাসিন্দা।
ইমারাতে ইসলামিয়ার বিমান বাহিনীর প্রচেষ্টায় এই বাসিন্দাদের সফলভাবে উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত বেশ কয়েকজন অসুস্থকে জরুরি চিকিৎসার জন্য বিশেষ বিমানের মাধ্যমে হেরাত প্রদেশে স্থানান্তর করা হয়েছে।
২৫ জানুয়ারি ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে এই তথ্য জানানো হয়।
জাতির দুর্যোগ পরিস্থিতিতে দেশবাসীকে যথাসময়ে নিরাপত্তা ও সেবা প্রদানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইমারাতে ইসলামিয়ার বিমান বাহিনী।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yzeh99wy


