কক্সবাজারে ইজিবাইক চালককে গলাকেটে হত্যা

0
3

কক্সবাজারের রামুতে মো. বাবুল (৩৫) নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম গ্রামের মৃত আব্দু সালামের ছেলে। তার পরিবারে স্ত্রীসহ তিন সন্তান রয়েছে।

দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, গত সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয়রা নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, ইজিবাইক (অটোরিকশা) ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাবুলকে হত্যা করা হয়েছে।

নিহতের ছোট ভাই জানান, আজ সন্ধ্যায়ও বাড়ি থেকে বের হওয়ার আগে বড় ভাই বাবুলের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে পড়ি।

রামু থানার ওসি (তদন্ত) শেখ মো. ফরিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা।


তথ্যসূত্র:
১। ইজিবাইক চালককে গলাকেটে হত্যা
– https://tinyurl.com/5n8vdvcn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || “কাবুলের শীত ও শান্তি “
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের সাথে বাণিজ্য রুট বন্ধ থাকায় পাকিস্তানের ব্যাপক অর্থনৈতিক অবনতি হয়েছে: ওয়াশিংটন পোস্ট