
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় আরসিসি সড়ক নির্মাণে অনিয়ম করায় কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কাজ বন্ধের পর ঠিকাদার প্রতিষ্ঠান এলাকা ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সড়কটি নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম করে ‘হানিফ ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
দৈনিক ইত্তেফাক সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির-আঠালিয়া সড়কে এ ঘটনা ঘটেছে।
উপজেলা প্রকৌশল বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির কাজ চলছিল। তবে প্রকল্পের নির্মাণ ব্যয়ের কোনো সাইনবোর্ড ঘটনাস্থলে দেখা যায়নি।
গত সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয়রা জানান, প্রায় ২০০ মিটার আরসিসি ঢালাইয়ের সময় নির্ধারিত পদ্ধতি না মেনে কাজ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে—ইটের ওপর ব্লক না দিয়ে বালুর ওপর সরাসরি রড বিছানো হয়েছে, সিমেন্ট কম ব্যবহার করে ইটের খোয়া বেশি দেওয়া হয়েছে এবং তড়িঘড়ি করে নিম্নমানের ঢালাই দেওয়া হচ্ছিল। বিষয়টি নজরে এলে এলাকাবাসী কাজে বাধা দেন। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যাওয়াতে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের দাবি, সিডিউল অনুযায়ী কাজ হয়নি এবং ঢালাইয়ে ব্যাপক অনিয়ম হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, দেড় সপ্তাহ আগে নিম্নমানের কাজের কারণে কাজটি বন্ধ করে দেওয়া হয়। আংশিক ঢালাই ও বিছানো রড এখনও খোলা অবস্থায় পড়ে আছে। ঠিকাদার চলে যাওয়ায় রাস্তার অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কবে কাজ শুরু হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি যথাযথভাবে দেখভাল করছে না।
তথ্যসূত্র:
১। বালুর উপর রড বিছিয়ে ঢালাই: সড়ক নির্মাণকাজ বন্ধ করলো বিক্ষুব্ধরা
– https://tinyurl.com/bddep3ds


