সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক নেই

0
7

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জরাজীর্ণ অ্যাম্বুলেন্স থাকলেও গত তিন বছর ধরে নেই কোনো নিয়মিত চালক। ফলে জরুরি মুহূর্তে রোগী পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা।

চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রের বরাতে দৈনিক ইত্তেফাক জানায়, ২০২৩ সালের মার্চ-এপ্রিলের দিকে হাসপাতালের নিয়মিত অ্যাম্বুলেন্স চালক অবসরে যায়। এরপর থেকে এখন পর্যন্ত নতুন কোনো চালক নিয়োগ দেওয়া হয়নি। এতে করে রোগী রেফার কিংবা জরুরি প্রয়োজনে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, নাগপুরসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে রোগী পাঠানোর ক্ষেত্রে সরকারি পরিবহনের ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

বর্তমানে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেটিও অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় আছে এবং চালানো হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন ফিরোজ আহমেদকে দিয়ে। ফলে বিকল্প হিসেবে রোগীদের ভরসা করতে হচ্ছে সিএনজি কিংবা অটোভ্যানের ওপর। এতে একদিকে বাড়তি অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে সময় বেশি লাগছে এবং ঝুঁকি নিয়েই রোগী পরিবহন করতে হচ্ছে।

সম্প্রতি উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের এক গর্ভবতী নারী তানিয়া খাতুন (ছদ্মনাম) স্বাভাবিক প্রসবের জন্য চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে গেলে চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের প্রয়োজনীয়তার কথা জানায়। পরে তাকে টাঙ্গাইলে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় বাধ্য হয়ে তারা একটি সিএনজি ভাড়া করেন।

সিএনজি চালক হুমায়ুন জানান, টাঙ্গাইল পৌঁছাতে ভাড়া দিতে হয় এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। অথচ সরকারি অ্যাম্বুলেন্স থাকলে কিলোমিটারপ্রতি ১০ টাকা হিসেবে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে সর্বোচ্চ ৩০০ টাকায় রোগী নেওয়া যেত।

এ বিষয়ে চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম. কায়সার বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালক না থাকায় রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


তথ্যসূত্র:
১। স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, নেই চালক
– https://tinyurl.com/4sbmzk74

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটঙ্গীতে একটি কারখানায় বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধঘৃণামূলক বক্তব্যে শীর্ষে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, ঔদ্ধত্যপূর্ণ অবস্থানে অটল থাকার ঘোষণা পুনর্ব্যক্ত