লাঘমান প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি উন্নয়নে চেকড্যাম নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া

0
0

আফগানিস্তানের লাঘমান প্রদেশের ক্বারগাই জেলায় বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ চেকড্যাম নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। ক্বারগাই জেলার ‘ফরমানখেল’ ও ‘খরুতি’ এলাকায় বাস্তবায়নাধীন এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫৩ হাজার ৭৪৯ মার্কিন ডলার।

উক্ত চেকড্যামগুলো নির্মাণের মূল লক্ষ্য হলো ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি, কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারণ, পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং আকস্মিক বন্যার প্রভাব থেকে আবাসিক এলাকাকে সুরক্ষা প্রদান। একই সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় নাগরিকদের জন্যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রকল্প দুটি আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থার আর্থিক সহযোগিতায় এবং লাঘমান প্রদেশের পানি ও জ্বালানি বিভাগের সরাসরি তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ মাসের মধ্যেই চেকড্যামগুলোর নির্মাণকাজ সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই উদ্যোগ লাঘমান প্রদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে এবং কৃষি ও জনজীবনের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র:
1. کار اعمار چکدم‌های فرمان‌خیل و خروتی در ولایت لغمان با هزینه نزدیک به 54 هزار دالر آمریکایی آغاز گردید
– https://tinyurl.com/5n89hbcw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ