
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় অনুষ্ঠানে আসা হাজারো মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটতে থাকেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নলচিরা–চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি ‘মহানন্দা’ সার্ভিসের উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ফেরি সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফেরি চালুর কৃতিত্ব দাবি করে পৃথকভাবে স্লোগান দিতে থাকে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। পরে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন মো. ইউছুপ (৩০), ফারুক (৩৫), মো. রায়হান (৩০) এবং কোস্ট গার্ডের ড্রাইভার মহসিনসহ অন্তত ১০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর নৌবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তথ্যসূত্র
– https://tinyurl.com/3xw5nrzt


