কুনার প্রদেশে ৯৭ মিলিয়ন আফগানি ব্যয়ে ৫৯টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন করল ইমারাতে ইসলামিয়া

0
16

আফগানিস্তানের কুনার প্রদেশের সোকি জেলায় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একযোগে বিপুল পরিমাণ উন্নয়ন প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করেছে ইমারাতে ইসলামিয়া। জেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়িত মোট ৫৯টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেগুলোর উদ্বোধন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ৯৭ মিলিয়নেরও বেশি আফগানি।

গ্রামীণ উন্নয়ন ও পুনর্বাসন মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক, সেচ খাল এবং প্রতিরোধমূলক রিটেইনিং ওয়াল নির্মাণ। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের দৈনন্দিন চলাচল সহজ হবে, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি রোধে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এসব উন্নয়ন কার্যক্রম সোকি জেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়নকে আরও গতিশীল করবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ বসবাসের পরিবেশ নিশ্চিত করতেও এই প্রকল্পগুলো কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.Fifty-nine development projects in Soki district, Kunar province, costing over 97 million Afghanis, have been completed
– https://tinyurl.com/bdxfs5tr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের কাছে ৬.৬ বিলিয়ন ডলারের আক্রমণাত্মক অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধরাজধানী মোগাদিশু এবং দক্ষিণাঞ্চলে শাবাবের পৃথক অভিযানে অন্তত ১১ শত্রু সেনা হতাহত