গাজায় দুর্বৃত্ত ইসরায়েলের হামলায় আরও ২৮ জন শহীদ

0
1

৩১ জানুয়ারি, শনিবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে দুর্বৃত্ত ইসরায়েল। গাজার চিকিৎসা সূত্র উল্লেখ করে আলজাজিরা জানিয়েছে, শনিবার ভোর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে।

গাজার চিকিৎসা সূত্র জানায়, গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে বর্বর ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে তিনজন শিশু ও দুইজন নারী। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুত মানুষদের একটি তাঁবুতে চালানো আরেকটি বিমান হামলায় একই পরিবারের সাতজন নিহত হন।

খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় অবস্থিত ‘গাইথ’ শরণার্থী শিবিরের প্রশাসনিক ভবনেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। সেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। আনাদোলু সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী এলাকা খালি করার সতর্কবার্তা দেয় এবং ড্রোন থেকে প্রাথমিক আঘাত হানা হয়।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, হামলার ফলে শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে বহু তাঁবু সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

এদিকে ওয়াফা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমাঞ্চলের শেখ রাদওয়ান পুলিশ স্টেশনে চালানো পৃথক হামলায় ১৪ জন ফিলিস্তিনি নিহত হন এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত অক্টোবরের শুরুতে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বর্বর ইসরায়েলি হামলায় ৫২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৩৬০ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে ১,৪৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করাছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল।


তথ্যসূত্র:
1. LIVE: Israel kills 28, including children, in new Gaza ceasefire violation
– https://tinyurl.com/yzz64wyb
2. UPDATE: Israeli drone strike on Gaza’s Sheikh Radwan neighborhood kills 14 Palestinian civilians
– https://tinyurl.com/mr3wrxxu
3. 19 Palestinians killed, others injured in Israeli airstrikes across Gaza despite ceasefire
– https://tinyurl.com/bdd3m3y6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী মোগাদিশু এবং দক্ষিণাঞ্চলে শাবাবের পৃথক অভিযানে অন্তত ১১ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে গোয়েন্দা সংস্থার উপর আশ-শাবাবের হামলা: অন্তত ৫ সদস্য নিহত, আহত ৪