কাশ্মীরের আন্দোলনসমূহে সবসময়ই শোনা যায় একটি স্লোগান, তা হলো- ‘আজাদি, আজাদি’। কিন্তু, এই ‘আজাদি’ তথা স্বাধীনতা বলতে কাশ্মীরিরা আসলে কী বুঝান? কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলিমরা আসলে কী থেকে স্বাধীনতা চান? এই প্রশ্নের উত্তর দিয়েছে কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সার্থক গাঙ্গুলি নামক এক হিন্দু। পাঠকদের সুবিধার্থে সার্থক গাঙ্গুলির সেই উত্তরটির অনুবাদ নিচে উল্লেখ করছি-
কাশ্মীরি শব্দটি দ্বারা আপনি বুঝে নিবেন যে, এখানে জম্মু-কাশ্মীর রাজ্যের কাশ্মীর উপত্যকার সুন্নি মুসলিম কাশ্মীরিদের বুঝানো হচ্ছে।
‘আজাদি’ মানে হলো,
১. সশস্ত্র বাহিনীগুলোর বিশেষ ক্ষমতা প্রয়োগ (AFSPA) থেকে মুক্তি।
২.শরীয়াহ আইন দ্বারা শাসনের স্বাধীনতা এবং মানব প্রণীত আইন (ভারতীয় সংবিধান) থেকে ‘ আজাদি ‘।
৩.যথাযথভাবে, সর্বোতভাবে ও সম্পূর্ণ ইসলামীকরণ এবং সুন্নাহকে আঁকড়ে ধরে বেঁচে থাকার অধিকার।
যারা অসমর্থন করবেন তাদেরকে বলছি, দয়া করে উপত্যকায় যান।বিশেষ করে দক্ষিণ শ্রীনগরে, লাল চক থেকে ডানে যান এবং বেশ কয়েকটি শুক্রবার সেখানে কাটান। দেখুন ও শুনুন তাদের স্লোগানগুলো। যুবকদের সাথে, মৌলভীদের সাথে এবং মহিলাদের সাথে কথা বলুন।তাদেরকে অমুসলিমদের সম্পর্কে, ইসলাম এবং কাশ্মীর সম্পর্কে জিজ্ঞেস করুন। আপনার উত্তর আপনি পেয়ে যাবেন।
[বি.দ্র: অনুবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত]