দিনটি ছিল ১৯৬৬ সনের ২৯শে আগস্ট, তখন মিসরের ক্ষমতায় যুগের ফেরাউন তুল্য তাগুত “জামাল আব্দুন নাসের”।
মিসরের প্রখ্যাত আলেমে দ্বীন, দ্বায়ী, একজন ইসলামিক চিন্তাশীল, বিখ্যাত ফী জিলালীল কুরআনের লেখক এবং মিসরের ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ “শাইখ সৈয়দ কুতুব” রহিমাহুল্লাহ-কে কালিমাতুত তাওহীদ “لاإله إلاالله” এর সঠিক কথা বলা এবং তাঁর লিখিত ফী জিলালীল কুরআনের কারণে ফাঁসি দিয়েছিল(রহিমাহুল্লাহ) ততকালীন সময়ের মিসরের তাগুত “জামাল আব্দুন নাসের”।