সরকারি বিআরটিসি বাসের বেপরোয়া গতির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

0
980
সরকারি বিআরটিসি বাসের বেপরোয়া গতির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় আ. জলিল শেখ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জলিল শেখের বাড়ি মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার কলমা গ্রামে। তিনি সাদ্দাম মার্কেট জিরো পয়েন্টে থাকতেন।

তার ছেলে উজ্জ্বল শেখ জানান, নারায়ণগঞ্জে লোহার ব্যবসা করতেন তিনি। সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য রওনা দেন। পথে সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বিআরটিসি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সুত্রঃ কালের কন্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে দেবলীনার ওপর হামলা
পরবর্তী নিবন্ধশুরুতেই অনিয়ম বাংলাদেশ গ্যাসফিল্ডের ৯শ’ কোটি টাকার প্রকল্পে