নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) প্রতিবাদে ‘বিক্ষোভকারীদের’ বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলার মালাউন প্রশাসন। এরই মধ্যে ১৩০ জনের কাছে নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, তারা সিএএ বিরোধী সহিংসতায় জড়িত। ওই সহিংসতায় রাজ্যেরে ক্ষতি হয়েছে। সেই ক্ষতির পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে তাদেরকে। বুধবার রামপুরের ২৮ জনকে, সম্বলে ২৬ জনকে, বিজনোরে ৪৩ জনকে এবং গোরকপুরে ৩৩ জনকে এই নোটিশ দেয়া হয়েছে। বলা হয়েছে, গত শুক্রবারের প্রতিবাদ বিক্ষোভের সময় সম্পদের ক্ষয়ক্ষতিতে তারা জড়িত। নোটিশ অনুযায়ী, রামপুরে ক্ষতি হয়েছে ১৪.৮ লাখ রুপি, সম্বলে ১৫ লাখ রুপি এবং বিজনোরে ১৯.৭ লাখ রুপির সম্পদ।
রামপুরের জেলা ম্যাজিস্ট্রেট অনুজানেয়া কুমার সিং বলেছে, যাদেরকে সম্পদের ক্ষতি করতে অথবা ইটপাথর মারতে দেখা গেছে ছবিতে বা ভিডিওতে, শুধু তাদেরকে এই নোটিশ দেয়া হয়েছে। তাদেরকে আমরা এক সপ্তাহ সময় দিয়েছি জবাব দিতে। এ সময়ের মধ্যে আমরা পিডব্লিউডি, পরিবহন, নগর পালিকা পরিষদ এবং পুলিশ লাইন্সসহ সরকারি বিভাগগুলোকে বলেছি, সহিংসতার সময় যাচাইকরণ বিস্তারিত রিপোর্ট জমা দিতে।
সূত্র: মানবজমিন