কাশ্মীরের মুসলিম নেতা ইউসুফ তারিগামি বলেছেন, দখলদার ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কাশ্মীরকে জেলখানায় পরিণত করেছে। ভূ-স্বর্গ কাশ্মীরকে ধ্বংস করে দিয়েছে। আমরাও বাঁচতে চাই, আমাদেরও বাঁচার অধিকার আছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনের অডিটোরিয়ামে গণশক্তি পত্রিকার ৫৪তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অবৈধভাবে স্বাধীনতাকামী কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পরে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক ও কেউ মারা যায়নি বলে হিন্দুত্ববাদী বিজেপি সরকার যে দাবি করছে, তার সমালোচনা করে তারিগামি বলেন, তিন-চার মাসের বেশি মোবাইল-ইন্টারনেট বন্ধ করে রাখাটা স্বাভাবিক? দিল্লি বা অন্য কোনও শহরে সাত দিনের জন্য এমন হলে কী অবস্থা হয়? রুটি-রুজি কোথা থেকে আসে? ব্যবসা কিভাবে চলে? হাসপাতালে কিভাবে চিকিৎসা পাওয়া যায়? স্কুলের শিশুদের কী অবস্থা হয়?
তারিগামির বলেন, ভারত সরকারের এই দখলদারিত্বের জেরে কাশ্মীরিরা ধীরে ধীরে মরছে। দমবন্ধ হয়ে আসছে।
তিনি বলেন, কাশ্মীরি নেতারা তো সন্ত্রাসী নন। কিন্তু আমাদের তো সন্ত্রাসবাদীদের মতো করে দেখানো হচ্ছে। মানুষকে কারাবন্দি করে, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে, দৈনন্দিন জীবনধারনের পথ রুদ্ধ করে আদৌ কি কাশ্মীরবাসীর বিশ্বাস অর্জন করা সম্ভব?