ভারত সীমান্ত হত্যা বন্ধে অঙ্গীকার রক্ষা করেনি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সীমান্ত হত্যাকান্ডে বাংলাদেশ উদ্বিগ্ন। সীমান্তে যাতে একজনও মারা না যায়, সে ব্যাপারে ভারত অঙ্গীকার করেছিল। কিন্তু ঘটনা হচ্ছে, সীমান্ত হত্যা ঘটছে। তাই আমরা উদ্বিগ্ন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
ভারত সরকার যে অঙ্গীকারে রাজি হয়েছে, তার পূরণ করছে না। তাই বাস্তবতা হল সীমান্তে ব্যাপকভাবে মানুষ হত্যা হচ্ছে।