যোগী-মোদীর বিরুদ্ধে কথা বললে জ্যান্ত পুঁতে দেওয়ার হুঁমকি

0
654
যোগী-মোদীর বিরুদ্ধে কথা বললে জ্যান্ত পুঁতে দেওয়ার হুঁমকি

দিলীপ ঘোষের পর আরেক বিজেপি নেতা। তবে এবার পশ্চিমবঙ্গের নয়, উত্তর প্রদেশের। তবে বক্তব্যে তেমন ফারাক নেই। CAA-বিরোধী আন্দোলনকারীদের রবিবার গুলি করে কুত্তার মতো মারার হুঁমকি দিয়েছিল মালাউন দিলীপ। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বললে জ্যান্ত পুঁতে দেওয়ার হুঁমকি দিল উত্তর প্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং। দিলীপবাবুর মতো সেও নিজের বক্তব্যে অনড় ।

হালে মন্ত্রীর পদে বসলেও উত্তর প্রদেশে রঘুরাজ সিংকে লোকে চেনে মাফিয়া ডন বলে। তাই তার মুখে এমন নিদানে আশ্চর্য নন অনেকেই। তবে বিরোধিতা করলেই প্রাণে মারার হুমকি একতান্ত্রিক শাসনব্যবস্থার দিকে দেশকে নিয়ে যাচ্ছে কি না তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।

ঘটনার সূত্রপাত আলিগড়ে CAA-র সমর্থনে বিজেপির সভা নিয়ে। সেই সভায় CAA বিরোধিতায় সামিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হুঁমকি দিয়েছে যোগী আদিত্যনাথ বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনও কথা বললে জ্যান্ত পুঁতে দেব।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘উত্তরপ্রদেশে হিংসা চালাচ্ছে যোগীর পুলিশরাই’
পরবর্তী নিবন্ধভারতে কন্যা হবার আশঙ্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে টুকরো করে পোড়াল পাষণ্ড হিন্দু স্বামী