এনআরসি বন্ধ করার জন্য আদালতে মাওলানা মাহমুদ মাদানীর আপিল

0
1097
এনআরসি বন্ধ করার জন্য আদালতে মাওলানা মাহমুদ মাদানীর আপিল

ভারতের বিতর্কিত নাগরিকত্ব বিল এনআরসি, এনআরপি বন্ধে ভারত জমিয়তে উলামা হিন্দের (ম) জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানীর আপিলে সুপ্রিমকোর্ট কেন্দ্রিয় সরকারকে জবানবন্দি দিতে চার সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন।

জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল ফেসবুক পেইজের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি আব্দুন নজির আবেদন শোনার পর এ রায় প্রদান করেন।

সূত্রমতে আরো জানা যায়, আদালতে গত বুধবার সকাল থেকেই শুরু হয় এ আপিল শুনানির। জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানীর পক্ষে সিনিয়র উকিল রাজিব ধাওয়ান বক্তব্য আদালতে পেশ করেন। আদালত তাদের আবেদন মঞ্জুরিকে নাকচ করে দিয়ে কেন্দ্রীয় সরকারকে জবানবন্দি দিতে চার সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন।

প্রধান বিচারপতি এস এ বোবদে নাকচ করা বিষয়ে আদালতে বলেন, একপক্ষের আবেদনে রায় দেয়া যায় না। এপর্যন্ত নাগরিকত্ব সংশোধিত বিলের বিরুদ্ধে দায়ের হওয়া শতাধিক আপিলের ব্যাপারে কেন্দ্রিয় সরকারকে এখনো কোন নোটিশ প্রদান করা হয়নি। তাদের নোটিশ দেওয়া ব্যতিরেকে শুধু একপক্ষের কথায় কোন রায় প্রদান করা সম্ভব নয়। কেন্দ্রিয় সরকারকে নোটিশ প্রদান ও জবানবন্দি দাখিলের জন্য আদালত তাদের চার সপ্তাহ সময় দিয়েছে।

সূত্রমতে আরো জানা যায়, এ শুনানিতে মাওলানা মাহমুদ মাদানী সিনিয়র উকিল রাজিব ধাওয়ানকে নিয়োগ করেন। এছাড়াও আদালতে এ্যাডভোকেট শাকিল আহমদ সাইয়িদ, এ্যাডভোকেট নিয়াজ আহমদ ফারুকি (জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি), এ্যাডভোকেট পারভেজ দাব্বাস ও এ্যাডভোকেট আজমি জামিলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | বাগলান প্রদেশে মুরতাদ বাহিনীর উপর তালেবান মুজাহিদদের হামলা, হতাহত 15 মুরতাদ সৈন্য!
পরবর্তী নিবন্ধছেলে আ’লীগ নেতা! তার হাত থেকে বাঁচতে থানায় বাবা!