শীতজনিত রোগে ২৪ ঘণ্টায় ৬০১০ জন আক্রান্ত

0
685
শীতজনিত রোগে ২৪ ঘণ্টায় ৬০১০ জন আক্রান্ত

শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ৬ হাজার ১০ জন আক্রান্ত হয়েছেন বলে বুধবার জানিয়েছে সরকার।খবর ইউএনবির।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে, ৯৭১ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৯৮৪ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫৫ জন।

গত ১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শীতজনিত রোগের কারণে দেশজুড়ে ৫৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিনহাসহ ১১ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশে রাজনৈতিক সংঘাতে গত ছয় বছরে নিহত ৬৩৫