গাজীপুরের কালীগঞ্জে আবার বাজারে গণডাকাতি হয়েছে। এবার ডাকাত দল উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজারে হানা দিয়ে ৫ নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণকারের দোকানসহ ৮ দোকানে ডাকাতি করেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৬ লাখ টাকার মালা মালামাল লুট করে নেয়।
এর আগে গত ১০ ডিসেম্বর উপজেলার উলুখোলা বাজারে হানা দিয়ে ৫টি স্বর্ণালংকারের দোকান থেকে ৫৫ ভরি সোনা, ৩৪০ ভরি রূপা ও নগদ টাকাসহ ৩৫-৩৬ লাখ টাকার মালামাল লুট করেছিল।
স্থানীয়ভাবে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত পিকআপ নিয়ে সাওরাইদ বাজারে হানা দেয়। তারা ৫ নৈশপ্রহরীকে বেঁধে ১২টি দোকানের তালা ভেঙে আওলাদ হোসেন ও আজিমউদ্দীনের মোবাইল ফোনের দোকান, সুভাষ ও কৃষ্ণ বণিকের স্বর্ণালংকারের দোকান, আরিফ হোসেনের হার্ডওয়্যারের দোকান, কাউছার হোসেন ও মাসুদল ইসলামের মুদি দোকন এবং শরীফ হোসেনের ওয়ালটন শো রুম থেকে নগদ প্রায় দুই লাখ টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ও মালামাল মিলিয়ে ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
বারবার এমন ডাকাতি হলেও এমন ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি আওয়ামী দালাল পুলিশ বাহিনী।