গোটা বিশ্বের মতো ইরান যখন প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন। আমেরিকায় করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে একথা জানান।ইরানসহ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কথা তুলে ধরে একজন সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন কিনা? এর উত্তরে ট্রাম্প নেতিবাচক উত্তর দেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিশ্ব জনমতকে ধোকা দেয়ার উদ্দেশ্যে বলেছেন, ইরানের জন্য মানবিক ত্রাণ বা ওষুধসামগ্রী পাঠানো হলে তা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। তিনি এমন সময় এ দাবি করলেন যখন মার্কিন নিষেধাজ্ঞার কারণে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর মতো জরুরি পণ্য আমদানি করতে পারছে না ইরান।