করোনাভাইরাসে মৃত্যুহারে ইতালির পরই বাংলাদেশের স্থান

1
1219
করোনাভাইরাসে মৃত্যুহারে ইতালির পরই বাংলাদেশের স্থান

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে মৃত্যুহার সবচেয়ে বেশি ইতালিতে, আর এরপরই অবস্থান বাংলাদেশের।

করোনাভাইরাস নিয়ে নিয়মিত তথ্যদেয়া ‘ওয়ার্ল্ডোমিটার’ নামক ওয়েবসাইটের সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র দেখা গেছে।

করোনাভাইরাসে বাংলাদেশে মৃত্যুর হার বর্তমানে ১১.৪৩% যা এখনও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

ওয়ার্ল্ডোমিটার বলছে চীনে করোনায় মৃত্যুর হার ৪.০৪%। বাংলাদেশের সামনে আছে কেবল মৃত্যুপুরী বনে যাওয়া ইতালি (১২.২৫%), যদিও পার্থক্য খুবই সামান্য। আরেক মৃত্যুপুরী স্পেনের হারও বাংলাদেশের চেয়ে অনেক কম (৯.৩৯%)। করোনার নতুন আবাস আমেরিকায় অনেকে আক্রান্ত হলেও মৃত্যুহার খুবই কম (২.৬৭%)।

এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়াতেও মৃত্যুহার যৎসামান্য, যথাক্রমে ১.৭৪ % ও ১.৫৯%। প্রতিবেশী ভারতে (২.৭৯%) তাদের থেকে কিছুটা বেশি হলেও পাকিস্তানে (১.৪৮%) তুলনামূলকভাবে অনেক কম।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় মৃত্যুহার ৩.১৪%। সুতরাং বলা যায় বাংলাদেশে করোনায় আক্রান্তদের মিছিল দিন দিন যেমন বাড়ছে, তেমনি মৃত্যুহারও পাল্লা দিয়ে বেড়ে চলেছে।

এদিকে রবিবারে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয় থেকে জানা গেছে, বাংলাদেশে করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৯ জন। আক্রান্ত হয়েছেন ৮৯ জন। এর মানে দেশে প্রতি ১০০ জন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ১১ জন মারা যাচ্ছেন।

তবে করোনায় আক্রান্তের সংখ্যা হিসাব নিকাশে ভুল হবার কারণেই এটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইনসাফ ২৪

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতাবলিগ নিয়ে অপপ্রচার ধর্মীয় বিদ্বেষ : দারুল উলুম দেওবন্দ
পরবর্তী নিবন্ধ১২ বাংলাদেশি তাবলিগ সদস্যের সাথে মালাউনদের কঠোরতা