জর্দান নদীর পশ্চিম তীরের আল-খলিল শহরে সন্ত্রাসী ইহুদিবাদী সেনাদের হামলায় ১৪ বছরের এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ (বুধবার) ভোরে আল-খলিল শহরের দক্ষিণে আল-ফাওয়ার শরণার্থী শিবিরে দখলদারদের হামলায় ওই ফিলিস্তিনি তরুণ শহীদ ও অপর কয়েক জন আহত হয়েছে।
এর আগে গতরাতে পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে ইসরাইলি সেনাদের হামলায় কয়েক জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেন।
এদিকে, ইসরাইলি কারাগারে চিকিৎসার অভাবে নুর জাবের আল বারগুসি নামের এক বন্দি শাহাদাৎবরণ করেছেন। ফিলিস্তিনে ওই শহীদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। অসুস্থ হওয়ার পরও জাবের আল বারগুসিকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয় নি বলে ফিলিস্তিনিরা অভিযোগ করেছে।
সূত্র : পার্সটুডে